খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিফাত সাব্বির এর উপর দুর্বৃত্ত কতৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা ও মহানগর সংসদের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের সর্বত্র কড়া নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা বেস্টিত থাকা সত্বেও কেন ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দের ওপর এই হামলা। রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতির কারনে আজকের এই ন্যক্কারজনক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে।
গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি গুরতর আহত সিফাত সাব্বির এর উপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করে। অনতিবিলম্বে এইসব ঘটনার দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের দৃস্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়ে বলেন, তা যদি না হয় তাহলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সারা দেশে তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।