পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় নববর্ষ উদযাপন ও কমিটি গঠণ উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পৌর সদরস্থ সংগঠণের কার্যালয়ে সভাপতি অধ্যাপক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, আকতারুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মন্টু, রেবা আক্তার কুসুম, বজলুর রহমান, এস. রোহতাব উদ্দীন আহমেদ, মনোরঞ্জন বিশ্বাস, ডাঃ প্রিন্স, সাংবাদিক আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, আব্দুল করিম ও মিলন রায় চৌধুরী। সভায় ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহকে সভাপতি, প্রভাষক মাসুদুর রহমান মন্টুকে সিনিয়র সহ-সভাপতি ও রেবা আক্তার কুসুমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, পাইকগাছার কমিটি গঠণ করা হয়।
এছাড়া সংগঠণের পক্ষ থেকে নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, পান্থাভোজ সহ বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়।