ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ড. এসকে বাকার কলেজে এসএসসি ও সমমান পরীক্ষায় ২০১৯ সালে উত্তীর্ণ ছাত্র-ছাত্রিদের বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে উত্তর ডুমুরিয়ার ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
৯মে বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ চত্বরে অনুষ্ঠিত এ সংবর্র্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ অধ্যাপক আব্দুর রউফ জোয়ার্দার। প্রধান অতিথি ছিলেন, ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মণ্ডল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ডা. হরিদাস মণ্ডল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুভঙ্কর মজুমদার, ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি রায়, প্রভাষক ইমাম মহিত, প্রভাষক ইলিয়াস হুসাইন, মোঃ মুজিবর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক অজিয়ার রহমান।