অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
উপজেলার জায়গীরমহল খান সাহেব কোমর উদ্দিন মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৮ সালের বিএ/বিএসএস পরীক্ষা গত শুক্রবার থেকে শুরু হয়েছে।
প্রথম দিনের সকালে বাংলা ভাষা-১ পরীক্ষায় ১৫৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। বিকেলে ইসলামিক স্টাডিজ-৩ পরীক্ষায় ১২৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ ডঃ চয়ন কুমার রায় জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের সকাল ও বিকেলের পরীক্ষা সম্পন্ন হয়েছে। অবশিষ্ট পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরীক্ষার সার্বিক বিষয় তত্বাবধান করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ।