অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
খুলনার কয়রায় আদিবাসী মুণ্ডা সম্প্রদায়ের স্কুলগামী ছাত্র/ছাত্রীদের জন্য মুণ্ডা স্কুল উদ্বোধন করল ইনিশিয়েটিভ ফর কোষ্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)।
আইসিডি এর উদ্যোগে আদিবাসী মুণ্ডা সম্প্রদায়ের স্কুলগামী ছাত্র/ছাত্রীদের শিক্ষা কার্যক্রম সহায়তা করার জন্য কয়রার সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের মুণ্ডা পাড়ায় “বিরসা মুণ্ডা প্রভাতী স্কুল” নামে একটি স্কুল গত ২ফেব্রুয়ারী উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, কয়রা শাকবাড়ীয়া স্কুল এ- কলেজের অধ্যক্ষ এসএম আবু বকর সিদ্দিকী, বিশিষ্ট সমাজ সেবক এইচ এম আক্কাস আলী, প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র মণ্ডল, ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, আদিবাসী ছাত্র সংরক্ষণ পরিষদের খুলনা জেলা সভাপতি নিরাপদ মুণ্ডা, গনেশ মুণ্ডা, এইচ এম মোজাম্মেল হক,আনিছুর রহমান মিঠু, তারাপদ মুণ্ডা, নৃপেন মুণ্ডা, বাসন্তী মুণ্ডা, আইসিডি’র সদস্য সেলিম, আশিক, মোজাহিদ, ফরহাদ, হায়দার, বাদশা প্রমুখ। আইসিডি’র প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান বলেন, মুণ্ডা রসম্প্রদায় আমাদের সমাজেরই অংশ। তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।