নিজস্ব প্রতিবেদক :
স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলায় শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁদের কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা করে।
১৩ সদস্য বিশিষ্ট এই পর্ষদের সভাপতি : মোহা. সাদিকুল আমিন (সহযোগী অধ্যাপক, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স ডিসিপ্লিন), সহ. সভাপতি : রুমানা রহমান (সহকারী অধ্যাপক, ইংরেজি ডিসিপ্লিন), সাধারণ সম্পাদক : মো. নূরুজ্জামান (সহযোগী অধ্যাপক, ইংরেজি ডিসিপ্লিন), যুগ্ম-সাধারণ সম্পাদক : ইমরান কামাল (সহকারী অধ্যাপক, বাংলা ডিসিপ্লিন), সাংগঠনিক সম্পাদক : মো. আবুল ফজল (সহকারী অধ্যাপক, বাংলা ডিসিপ্লিন), কোষাধ্যক্ষ : শাকিলা আলম (প্রভাষক, বাংলা ডিসিপ্লিন), শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক : হামালনা নিজাম (সহকারী অধ্যাপক, ইংরেজি ডিসিপ্লিন), সংস্কৃতি বিষয়ক সম্পাদক : আয়শা রহমান আশা (প্রভাষক, ইংরেজি ডিসিপ্লিন), পাঁচ জন সদস্য যথাক্রমে : হৈমন্তী শুক্লা কাবেরী (প্রভাষক, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন), বিপ্লব রায় (সহকারী অধ্যাপক, বাংলা ডিসিপ্লিন), নাহিদ আফরোজ (সহকারী অধ্যাপক, ইংরেজি ডিসিপ্লিন), অন্তরা বিশ্বাস (প্রভাষক, বাংলা ডিসিপ্লিন) এবং মৌমিতা রায় (সহকারী অধ্যাপক, বাংলা ডিসিপ্লিন)।