খবর বিজ্ঞপ্তি :
খুলনা মিউজিক ক্লাবের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা আর্ট একাডেমি’র পরিচালক মিলন বিশ্বাস (কবি হিসেবে), শিক্ষক পরমা ঢালী (সঙ্গীতে) ও প্রদীপ মণ্ডলকে (চারুকলায়) গুণীজন সম্মাননা প্রদান করায় ২২ জুলাই(সোমবার) সন্ধ্যা ৬টায় খুলনা আর্ট একাডেমি’র সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক শিলা বিশ্বাস, শিক্ষক শাহনাজ সুলতানা, ফারজানা ইয়াসমীন, মৌসুমী, নিপা, ফারজানা, প্রিয়ংকা, মনিকা, সুস্মিতা, রাজেস। আরও উপস্থিত ছিলেন মিসেস কলি, মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক সাগর, মোঃ অহিদুজ্জামান, লিটন, সৌহার্দ্য, সম্প্রীতি, সোনামণি, রেহা, রাবেয়া খানম পাপিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে গুণীজনরা যার যার মতামত ব্যক্ত করেন।