নিজস্ব প্রতিবেদক :
“রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ৩৯তম সম্মেলন ২০১৯ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের নেতৃবৃন্দদের ঢাকা অভিমুখে যাত্রা।
উল্লেখ্য যে আগামি ২৫ শে এপ্রিল (বৃহস্পতিবার) ২০১৯ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ৩৯তম সম্মেলন ২০১৯ এর উদ্ধোধন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়, (শুক্রবার) ২৬ শে এপ্রিল ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পূণর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান টিএসসি রাজু ভাস্কর্য চত্ত্বরে অনুষ্ঠিত হবে ও ২৭, ২৮( শনিবার ও রবিবার) এপ্রিল কাউন্সিল অনুষ্ঠিত হবে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ৩৯ তম সম্মেলন ২০১৯ সফল করার লক্ষ্যে ২৪ এপ্রিল (বুধবার) দিবাগত রাত ৯ টায় খুলনা জেলা সংসদের সভাপতি উত্তম রায় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রবির নেতৃত্বে ঢাকার উদ্দেশ্যে বাস যোগে যাত্রা করেছেন জেলা সংসদ নেতা সৌরভ সমাদ্দার, রিয়াজুল ইসলাম, কৃষ্ণেন্দু বাছাড়, সৌমিত্র মন্ডল, আজিজুর রহমান আরমান, সুমন হাজরা, সুমাইয়া বান্না, সন্জিৎ মিত্র বাপ্পি, নূর নাহার আক্তার, প্রিতম সরদার, জুয়েল শিমুল পালিত, আবু রায়হান, মিঠু দাশ, জাহিদ রহমান, জয়, তন্ময় মন্ডল, ফয়সাল, রাহুল বৈরাগি, রিয়াজুল, প্রসাদ কবিরাজ, আল আমিন, বাপ্পি, প্রসাদ তরফদার, রিপন হোসেন রবি সহ আরো অনেকে।