প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের উপর ১৫ মে বেলা ১১টায় খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনের সামনে সন্ত্রাসী হামলা হামলায় আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসান্তে বাসায় অবস্থান করছেন।
তাঁর উপর জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, সুতপা বেদজ্ঞ, সদর থানা সভাপতি দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানার সভাপতি নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, দৌলতপুর থানা সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, খানজাহান আলী থানা সভাপতি আব্দুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ প্রকাশ্য দিবালোকে আইনজীবী সমিতির সামনে প্রশাসনের নাকে ডগায় এহেন হামলায় বিষ্ময় প্রকাশ করে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।