ওবায়দুল কবির(সম্রাট):
খুলনার কয়রা উপজেলার ৫ নং কয়রা ইউনিয়ন পরিষদ উপ -নির্বাচনে কয়রা উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি জি এম মেহেদী হাসান দিদার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় কয়রায় আনন্দ মিছিল অনুষ্ঠিত।
২৭ জুন বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ, যুবলীগ ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা কয়রা সদরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি কয়রা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ২৫ জুলাই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার বিকল্প নেই। এসময় বক্তারা সকল ভেদাভেদ ভুলে এক যোগে নৌকা মার্কাকে বিজয়ী করতে একযোগে কাজ করার আহবান জানান। এসময় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।