রূপসা প্রতিনিধি,খুলনা :
খুলনায় রূপসা উপজেলায় নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনি: সহ সভাপতি অধ্যক্ষ ফ,ম আ: সালাম। আলাইপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মামুন সরকার, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, আওয়ামীলীগ নেতা আলহাজ: নজরুল ইসলাম। পূজা উদযাপন পরিষদ রূপসা উপজেলা শাখার সা: সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক আ: জব্বার শিবলী, চিত্ত রঞ্জন সেন প্রমুখ।