প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলার রূপসা উপজেলার ইলাইপুর মোড়ে ১৯ মে রবিবার বিকেল ৫টায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা যুবনেতা আশরাফুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী খুলনা জেলা সভাপতি সুখেন রায় ও খুলনা জেলা যুব ইউনিয়ন সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি রূপসা উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর নেতা মোঃ ফরহাদ হোসেন, যুব নেতা উজ্জ্বল কুমার পাল, বিল্লাল হোসেন, শ্যামল কুমার দাস, রাজন ফকির, ক্ষিতীশ বৈরাগী, সঞ্জয় কুমার পাল, আসাদুজ্জামান সজীব, মারুফ হাসান, শুভ পাল, সবুজ হাওলাদার, মোঃ ইউসুফ শেখ, দিপু পাল, দিবাকর পাল, পিযূষ পাল, বিজয় পাল, কাজল পাল প্রমুখ। বক্তারা রাষ্ট্রীয় পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরী ও ৯ দফা দাবি ঈদের পূর্বেই মেনে নেয়ার আহবান জানান। রমযানে দ্রব্যমূল্যে ভেজাল ও মূল্যবৃদ্ধি প্রতি প্রশাসনের প্রতিকারের জোর দাবি জানান।
সভায় সর্বসম্মতিক্রমে উজ্জ্বল কুমার পালকে আহবায়ক ও শ্যামল কুমার দাসকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।