খবর বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদ এর সভাপতি রথীন্দ্রনাথ বাপ্পির উপর ছাত্রলীগ কর্মীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয় খুলনা জেলা ও মহানগর সংসদের নেতৃবৃন্দ।
সারাদেশে কৃষকের ধানের ন্যায্যমূল্যের দাবিতে আন্দোলন করায়। ২৩ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদ এর সভাপতি রথীন্দ্রনাথ বাপ্পির উপর একদল ছাত্রলীগ কর্মী অতর্কিত ও বর্বোচিত হামলা করেছে। তিনি বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন কোন হামলা মামলা ও নির্যাতন করে ন্যায্য দাবী ও অধিকার প্রতিষ্ঠার লড়াইকে দমিয়ে রাখা যাবেনা। সাথে সাথে এই ন্যাক্কার জনক বর্বোচিত হামলার সঠিক তদন্ত করে দোষীদের বিচারেরে আওতায় আনার আহবান জানিয়েছেন।