ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৬নং ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান ১৫ জুলাই সোমবার সন্ধ্যায় জাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলতাপ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউনিয়ন আ,লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান ও যুগ্ন-সাধারন সম্পাদক ফকির কওসার আলী। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফেরদাউস শেখ এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক এম ডি সেলিম রেজা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, দুর্যোগ বিষয়ক সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ ও উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক অনিমেষ কুৃমার দাশ। পরে মোঃ আলতাপ হোসেন-কে সভাপতি ও মোঃ ইকতিয়ার হোসেন মোড়ল-কে সাধারন সম্পাদক নিবাচিত কওে একটি কমিটি গঠন করা হয়।।