ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ঢাকা এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ব্যপক উৎসাহ উদ্দিপনা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় বিশাল এক আনন্দ শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।
মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক, স্বাস্থ্য কমৃকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, খান শামীম জামান পলাশ, উপজেলা কৃষি অফিসার মোঃ নাসরুল মিল্লাত, মৎস্য অফিসার অভিজিৎ শীল, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।