তথ্যবিবরণী :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ১২ দিনের সফরে মংলা আসছেন।
সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ৩০মে (বৃহস্পতিবার) বিকাল তিনটায় মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ৩১ মে সকাল ১১টায় মংলা বুড়িডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাকাতের কাপড় বিতরণ এবং বিকাল তিনটায় মংলা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে যাকাতের কাপড় বিতরণ ও ইফতার মহাফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
উপমন্ত্রী ১ জুন সকাল নয়টায় মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাকাতের কাপড় বিতরণ এবং সকাল ১১টায় চিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ২ জুন সকাল ১০টায় মংলা উপজেলা পরিষদে উপজেলার স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন।
উপমন্ত্রী ৩ থেকে ৯ জুন পর্যন্ত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি ১০ জুন সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।