মো. শিপন ভূঁইয়া, দাকোপ :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের তৃণমূল দলীয় নেতাকর্মীর সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী নির্বাচিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন। তিনি শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিনভর পৃথক দুইটি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।
দলীয় মনোনয়নপ্রত্যাশী শেখ আবুল হোসেন উপজেলার সুতারখালী ইউনিয়নের সুতারখালী পূর্ব গুনারী, কালিবাড়ি, কামারখোলা ইউনিয়নের কালিনগর খেয়াঘাট, ভিটেভাঙ্গা গ্রামে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, পৌর প্যানেল মেয়র আব্দুল গফুর সানা, কামারখোলা ইউপি আ’লীগের সভাপতি হিমাংশু সরকার, সাধারণ সম্পাদক অরবিন্দু সরদার, জ্যোতিশংকর রায়, সুশংকর বাছাড় চেকন, আব্দুল মাজেদ গাজী, মো. কামরুল ইসলাম, তাপস রায়, রনজিৎ মিস্ত্রী, সুশান্ত ঢালী (খোকন), ইউপি সদস্য বিথীকা রায়, তপন বাছাড়, ইউপি সদস্য ননীগোপাল মাঝি, নিমাই চাঁদ রায় প্রমুখ।
গণসংযোগ শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল হোসেন সন্ধ্যায় ভিটেভাঙ্গা গ্রামে অনুষ্ঠিত মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নামযজ্ঞে আগত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।