গৌতম সরকার, দাকোপ(খুলনা):
দাকোপের বানীশান্তা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে খেজুরিয়া পিনাকপানী বিদ্যালয় প্রাঙ্গণে ২৯ জুন শনিবার বিকাল ৩টায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বানীশান্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শেখ আবুল হোসেন ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়।
দাকোপ উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক বাবু সঞ্জীব কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা পরিষদ সদস্য এড. রজত কান্তি শীল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মানস মুকুল রায়, গৌতম সরকার কাঁকন, যুবনেতা জাহিদুর রহমান মিল্টন, পঙ্কজ গাইন, যইন গাইন, নিরঞ্জন মন্ডল, প্রশান্ত মন্ডল, মলয় মন্ডল, মহসীন হাওলাদার, মৃণাল মন্ডল, দেবব্রত মন্ডল, ফিরোজ আলি খাঁ, সুনিত রায়, রিনা সরকার, বিনয় সরদার, স্বপন রায়, হিমাঙ্ক বিশ্বাস, বিপ্লব বাইন, হিল্লোল সরকার, গৌরপ্রসাদ রায়, বিষ্ণু পদ রায়, জগদীশ সরদার, মুরারী মোহন গাইন, কালিপদ রায়, রজত শুভ্র গাইন, সুষমা মিস্ত্রি, নিমাই মন্ডল, রমেন্দ্র নাথ গাইন প্রমুখ ।
সভায় দলকে সুসংগঠিত করা ও দলের সাথে বিশ্বাস ঘাতকতাকারীদের কে দলে ঠাঁই না দিয়ে নিবেদিত কর্মীদের মূল্যায়ন করার বিষয়ে বিশেষ জোর দিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এ সময় সকল ওয়ার্ডের সভাপতি, সম্পাদক, কর্মীবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন ।