তেরখাদা প্রতিনিধি:
খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দেও মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদেও আয়োজনে গতকাল শনিবার বিকাল চারটার সময় কাটেঙ্গা বাজারের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি শাহাবুদ্দিন বদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় গরিব দুঃস্থদেও মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতিএফ এম মফিজুর রহমান। শীতার্ত মানুষদেও মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সারা দেশের ন্যায় তেরখাদায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সর্বদা সুখে-দুখে জনগণের পাশে থাকে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ শেখ হাসিনার সরকার জনগণের সরকার। এ সময়উ পস্থিত ছিলেন শেখ সেলিম আহমেদ, আশরাফুল আলম রাজু, আলমগীর হোসেন, মারুফ হোসেনসহ বিভিন্ন পর্যাইয়ের গন্যমান্য ব্যক্তি ও শিল্পী বৃন্দ।