খবর বিজ্ঞপ্তি :
জাতীয় পার্টি’র চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ কর্তৃক পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জাপার প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী জি এম কাদের এমপি’কে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মনোনীত হওয়ায় খুলনা জেলা জাপা’র নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিদাতারা হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, সহ-সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, মোতওয়ালি শেখ, রিয়াজ উদ্দিন হাওলাদার, ফরহাদ আহমেদ, আব্দুল লতিফ জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, জি এম বাবুল, সহ-সম্পাদক এড. লুৎফর রহমান, নারায়ণ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাজিম, দপ্তর সম্পাদক রহমত আলী খান, যুব বিষয়ক সম্পাদক এস এম এরশাদুজ্জামান ডলার, প্রচার সম্পাদক সুলতান মাহামুদ, মহিলা বিষয়ক সম্পাদিক ফরিদা ইয়াসমিন, কেন্দ্রীয় জাপা নেতা আলহাজ্ব ইসমাইল খান টিপু, জাপানেতা আব্দুল আজিজ, গাজী গহর, গাজী মোশাররফ হোসেন প্রমুখ।