খবর বিজ্ঞপ্তি : ১২মে রবিবার বিকালে খুলনার খালিশপুর শিল্পাঞ্চালে বকেয়া মজুরী পরিশোধ ও মজুরী কমিশনের ঘোষণা বাস্তবায়ন সহ ৯ দফা দাবীতে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের ৩ ঘন্টা রাজপথ ও রেলপথ অবরোধ ও রাজপথে ইফতার কর্মসূচির আন্দোলনের সাথে সংহতি জানান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।
সকালে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত গ্রাম পুলিশের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন এই বাসদ কেন্দ্রীয় নেতা। এছাড়াও বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতি দুদু ভাই, গ্রাম পুলিশ ইউনিয়নের কেন্দ্রীয় সমন্বয়কারী শাহজাহান কবির জহির, বাসদ খুলনা জেলা সমন্বয়ক কমরেড জনার্দন দত্ত নান্টু, গ্রাম পুলিশ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ।
বিকাল ৪টায় তিনি খুলনার খালিশপুর শিল্পাঞ্চালে বকেয়া মজুরী পরিশোধ ও মজুরী কমিশনের ঘোষণা বাস্তবায়ন সহ ৯ দফা দাবীতে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাসদ খুলনা জেলা কমিটির সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য কমরেড জনার্দন দত্ত নান্টু ও দলটির জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কমরেড রাজেকুজ্জামান রতন সন্ধ্যার পর ক্রিসেন্ট জুট মিল শ্রমিক কলোনিতে শ্রমিকদের সাথে সাক্ষাত করেন এবং রাতে শ্রমিক ফ্রন্ট খালিশপুর কার্যালয়ে বৈঠক করেন।