খবর বিজ্ঞপ্তি :
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা শাখার সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রণ্ট খুলনা জেলা শাখার সভাপতি শ্রমিকনেতা জনার্দন দত্ত নাণ্টু ও সাধারণ সম্পাদক আব্দুল করিম এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে মজুরী কমিশনের ঘোষণা বাস্তবায়ন ও বকেয়া মজুরী পরিশোধসহ পাটকল শ্রমিকদের ৯ দফা দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
তাঁরা অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন প্রতিশ্রুতি দেয়ার পরও বিজেএমসি শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরী প্ররিশোধ করেনি। ফলে শ্রমিকরা আবারও কারখানায় কাজ বন্ধ করে পথে নামতে বাধ্য হয়েছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকাল ঢাকায় পুলিশ ও সরকার দলীয় গুডারা শ্রমিকদের উপর হামলা করেছে। নেতৃবৃন্দ বলেন, বিজেএমসি পরিচালিত পাটকলগুলোতে ১১/১২ সপ্তাহের মজুরী বকেয়া আছে। ফলে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে। অবসরকালীন ভাতা কোনো শ্রমিককেই দেয়া হচ্ছে না। সরকার ও বিজেএমসি’র ভুল পরিচালনা নীতির কারণে বর্তমানে সরকারি পাটকলগুলো সংকটগ্রস্ত হয়ে পড়েছে।
যথাসময়ে পাট ক্রয়, পাটজাত পণ্যের বহুমুখীকরণ, পাটকলগুলোর আধুনিকীকরণ, নতুন বাজার অনুসন্ধান প্রভৃতি দিকে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানান নেতৃবৃন্দ।