অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
খুলনার কয়রায় জেলা পরিষদের সদস্য জহুরুল হক বাচ্চুর উপর হামলার ঘটনায় ৪জন আহত হয়েছে।
শুক্রবার (১৫) মার্চ) মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ীয়া কাইমের ব্রীজ সংলগ্ন এলাকায় খুলনা জেলা পরিষদের সদস্য জহুরুল হক বাচ্চুর উপর হামলা হয়েছে। জেলা পরিষদের সদস্য জহুরুল হক বাচ্চু বলেন, উপজেলা সদর থেকে বাড়ী যাওয়ার পথে দুপুর ১২.১৫ টার দিকে মহারাজপুরের কাইমের ব্রীজের নিকট পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কীত হামলা করে। আমার সঙ্গে থাকা অন্য ৩ জনসহ মোট ৪জনকে কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি কুপিয়ে জখম করে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে তারা গুরুতর অসুস্থ্য অবস্থায় খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে বলেও জানান তিনি। তবে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।