গৌতম সরকার, দাকোপ:
দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২৮ জুন শুক্রবার বিকাল ৩টায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোজিত কুমার রায় কূঞ্জ এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা পরিষদ সদস্য এ্যাড. রজত কান্তি শীল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল, চালনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, প্যানেল মেয়র আব্দুল গফুর, উপজেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক বাবু দেবব্রত বিশ্বাস, আ’লীগ নেতা মৃণাল কান্তি মল্লিক, প্রদীপ সরকার, শোভা রায়, অনিতা গাইন, চম্পা রায়, নরেশ মন্ডল, পবিত্র রায়, পরিতোষ রায়, নিখিলেশ রায়, স্বপন বৈদ্য, শিশির রায়, বিপুল কৃষ্ণ মন্ডল, হাবিব হাওলাদার, জামাল হাওলাদার, আব্দুর রশিদ গাজী, প্রনব মৃধা, অর্জুন মন্ডল প্রমুখ ।
এছাড়াও ইউনিয়ন পরিষদ সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক মণ্ডলী, কর্মীবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ।