খবর বিজ্ঞপ্তি :
উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা অবিসংবাদিত কৃষকনেতা কমরেড বিষ্ণু চ্যাটার্জীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি খর্নিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ডুমুরিয়ার খর্নিয়ার বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১১ এপ্রিল বিকেলে কমিউনিস্ট পার্টি সিপিবি ডুমুরিয়া উপজেলা সভাপতি এ্যাড. চিত্তরঞ্জন গোলদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান রহমত খাঁ, সিপিবি নেতা মোস্তাইন গাজী, দেলোয়ার হোসেন, কুলসুম বেগম, শত্রুঘ্ন দাস, নূরুন্নাহার খাতুন প্রমুখ।