পাপ্পু সাহা,দাকোপ,খুলনাঃ
খুলনা জেলার দাকোপ উপজেলায় গত (১৯-২০) জুন দাকোপ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় দাকোপ ও কৈলাশগঞ্জ ইউনিয়নের অপরাজিতাদের সমন্বয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে দাকোপ ইউনিয়নের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ঘোষণা করেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এস ডি সি) ও হেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে ও রুপান্তর এর সহযোগীতায় আয়োজিত প্রশিক্ষণে অপরাজিতা কি, অপরাজিতা এর উদ্দেশ্য, রাজনৈতিক ক্ষমতায়ন, সুশাসন ও স্থানীয় সরকার কাঠামোতে নারীর অংশগ্রহণ বিষয়ে আলোচনা করা হয়। দাকোপ ও কৈলাশগন্জ ইউনিয়নের অপরাজিতা নেত্রীদের সমন্বয়ে আয়োজিত প্রশিক্ষণে ইউ পি সংরক্ষিত সদস্য কনিকা সরকার, মনিষা গাইন, রীতা রপ্তান, মলিনা জোয়াদ্দার, বীথিকা রায়, কণিকা মিস্ত্রি সহ অন্য অপরাজিতা নেত্রীরা অংশগ্রহন করেন।
প্রশিক্ষণে সহায়ক এর দায়িত্ব পালন করেন রূপান্তরের cluster gender training officer মোর্শেদা খাতুন দিলারা। প্রশিক্ষণটি পরিচালনা ও সার্বিক সহায়তা করেন রুপান্তরের অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের দাকোপ উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।