অভিজিৎ সরকার, খুলনা:
১৭ই মে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দুপুর ৩ ঘটিকায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আ’লীগ নেতা এম ডি এ বাবুল রানা, আকতারুজ্জামান বাবু এমপি, জেলা আ’লীগ নেতা কামরুজ্জামান জামাল, জোবায়েদ আহমেদ খান জবা, নগর আ’লীগ নেতা মফিদুল ইসলাম টুটুল , হাফেজ মো: শামীম, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল , জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন সহ নেতৃবৃন্দ।