নিজস্ব প্রতিবেদক :
রবিবার ১২মে সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্বাধীনতা নার্সেস পরিষদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শাহীনুর আক্তার তানিয়াকে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্বাধীনতা নার্সেস পরিষদ খুলনা নগর শাখার সভানেত্রী জেসমীন খানম বলেন, সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা একেরপর এক বেড়েই চলেছে। চলন্ত বাসে নার্স শাহীনূর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা। ধর্ষণকারীদের হাত থেকে বর্তমানে শিশুরাও রক্ষা পাচ্ছে না। এভাবে চলতে থাকলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন খুমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোসা আসমাতুন্নেছা, সংগঠনের নগর সাধারণ সম্পাদক জেবুন্নেছা, খুমেক শাখা সভাপতি কল্পনা রাণী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ। খুলনা নার্সিং ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত হয়ে ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
উল্লেখ্য যে, গত ৬ মে (সোমবার) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গজারিয়া জামতলী এলাকায় স্বর্ণলতা যাত্রীবাহী বাসে শাহিনুর আক্তার তানিয়া নামের এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়।