খবর বিজ্ঞপ্তি:
দীর্ঘ প্রতিক্ষা শেষে গত ৩০শে জুলাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র কমিটির সভাপতি রেজেওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর স্বাক্ষরে খুলনা মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি পূর্ণাঙ্গ হয়েছে।
নব গঠিত খুলনা মহানগর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটির উপ-গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন তৃণমূল থেকে আসা নেতৃত্ব সোহানুর রহমান সোহান । এর পূর্বে সোহান ৩১ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করার পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
নগর কমিটির উপ-গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক নির্বাচিত হওয়ায় সোহান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজেওয়ানুল হক চৌধুরী শোভন ; সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ; সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।