খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
১৩ জুন (বৃহস্পতিবার) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এতে বক্তারা বলেন, সাংবাদিক মিজানুর রহমান মিলটনকে গত সোমবার নগরীর একটি অভিজাত হোটেল থেকে যে পন্থায় মামলা হওয়ার আগে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে তাতে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
তারা বলেন, মিলটনকে আটকের দীর্ঘ সময় পর তার নামে মামলা দেওয়া হয়েছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর ভিতর ঘাপটি মেরে থাকা একটি মহল ষড়যন্ত্র করছে।
তারা অবিলম্বে সাংবাদিক মিলটনের মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, সাংবাদিক নেতা হাসান আহমেদ মোল্লা, আবু হেনা মোস্তফা জামাল পপলু, এইচ এম আলাউদ্দিন, হাসান হিমালয়, আব্দুর রাজ্জাক রানা, শেখ মাহমুদ হাসান সোহেল, নূর হাসান জনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খুলনা জেলা শাখার সভাপতি বাপ্পী খান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রিপন, দৈনিক খুলনাঞ্চলের চিফ রিপোর্টার কাজী শামীম আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব, খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) সাধারণ সম্পাদক মোহাম্মাদ নূরুজ্জামান, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রকিবুল ইসলাম মতি, দৈনিক খুলনাঞ্চলের নির্বাহী সম্পাদক রাজুল হাসান রাজু প্রমুখ।
মানববন্ধন পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে।