খবর বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিরা কুমার কুণ্ডু স্বাক্ষরিত খুলনা মহানগর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
নব গঠিত কমিটির আহবায়ক পাপ্পু সরকার ও সদস্য সচিব প্রণব চক্রবর্তী। যুগ্ম আহবায়ক সাগর বালা, রবিন দাস, সন্তু অধিকারী, অনামিকা সাহা তিন্নী, প্রসেন সাহা ও অমিত ঘোষ।
সদস্যরা হলেন বিপ্র দাস, কৌশিক সাহা, বাপ্পি রায়, আশিক দাস, বিশ্বজিৎ সরকার, রাজীব রায় রাজ, কিশোর রঞ্জন সরকার, ডিউক হালদার, নিকোলাস বাড়ই, ডেলসান সিজান বৈরাগী, পরিতোষ কুমার জয়, সুদীপ্ত চক্রবর্তী, নির্মল মণ্ডল, অসিম কুমার বসু, দুর্জয় মিত্র জয়, হৃদয় সাহা, অমিত রায়, রাহুল সাহা, বাপ্পি রায়, দিপন মণ্ডল, সুমিত সাহা, গৌতম কুমার ঘোষ, উত্তম বৈরাগী।