নিজস্ব প্রতিবেদক :
১২ মে রবিবার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে প্রাপ্ত অনুদান(০৫ লক্ষ টাকা) কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী খুলনা জেলা পুলিশের কনস্টবল/৬৪৬ এনায়েত হোসেন-এর পরিবারবর্গের নিকট তুলে দিলেন জনাব জি.এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিণ), খুলনা।
এ সময় একটি মানবিক ও কল্যাণকর উক্তির অবতারনা করা হয় যেটি – বাংলাদেশ পুলিশে কর্মরত প্রত্যেকটি সদস্য’দের পরিবার মিলে আমরা একটি বৃহত্তর পুলিশ পরিবার। বাংলাদেশ পুলিশের যে কোন পরিবারের দুর্দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পাশে থেকে সাহস যুগিয়ে যাই নিরন্তর।