খবর বিজ্ঞপ্তি :
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) খুলনা জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাড. শেখ নাজমুল হোসেনের মাতা আয়শা বেগম(৭৪) হৃদক্রিয়া যন্ত্রবন্ধ হয়ে খুলনা ফর্টিস হাসপাতালে সকাল সাড়ে নয়টার দিকে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ……. রাজিউন)।
ফকিরহাট নিজ গ্রামের বাড়ি আসরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র, এক কন্যা, নাতি-নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে খুলনা জেলা সমবায় ইউনিয়নের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিদাতার হলেন সংগঠনের সহসভাপতি মো. হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান জমাদ্দার, যুগ্ম সম্পাদক মো. জাহিদুর রহমান ঝণ্টু, কোষাধ্যক্ষ তরফদার বাদশা মিয়া, অভ্যন্তরীণ নিরীক্ষক শেখ মো. বাবর আলী, নির্বাহী সদস্য কাজী জিল্লুর রহমান সিদ্দিকী (রূপসা-তেরখাদা), হোসাইন মো. ইউছা ওয়ায়েজ আররাফী নাজু (সোনাডাঙ্গা), বিষ্ণুপদ দাস (ফুলতলা-পাইকগাছা-কয়রা), কিরণ চন্দ্র মণ্ডল (বটিয়াঘাটা-দাকোপ), বিএম আমজাদ হোসেন (ডুমুরিয়া), হালিম চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুরূপ এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন সমবায় ব্যাংক লিমিটেড, খুলনার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হারুন-উর রশীদসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।