খবর বিজ্ঞপ্তি :
বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) খুলনা মহানগর কমিটি ঘোষিত সাংগঠনিক মাসের কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর সোনাডাঙ্গা থানা কমিটির উদ্যোগে ১৭ মার্চ (রবিবার) মতবিনিময় সভা, সোনাডাঙ্গাস্থ হালদারপাড়া, গোলদারপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, প্রচারপত্র বিলি, স্টিকার লাগানো কর্মসূচি পালিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিপিবি নেতা রুস্তম আলী, তুষার বর্মণ, শ্রমিকনেতা শুকুর আলী, মোঃ ইয়াসিন, অনিক ঘোষ, মোঃ হৃদয় খান, সিদ্দিকুর রহমান, শেখ আব্দুল্লাহ, বিপুল সাহা প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মশামুক্ত খুলনা গড়তে নিয়মিত মশা নিধন কার্যক্রমের অংশ হিসেবে ঔষধ ছিটানো, মশার প্রজনন-বংশবৃদ্ধির সময় ও স্থান নির্ধারণপূর্বক মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষা করতে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।