নিজস্ব প্রতিবেদক :
খুলনা সার্কিট হাউস মাঠে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা ২০১৯ শুরু হচ্ছে ১১ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে।
বুধবার বিকালে খুলনা সার্কিট হাউস মাঠে সরেজমিনে দেখা যায় অংশগ্রহণকারী সব স্টল গুলোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দর্শক ও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য শেষ মুহূর্তে স্টলগুলো সাজানো হচ্ছে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও দেশি বিদেশী নানা রং এর ফুটন্ত ফল ফুলের টব দিয়ে।
মেলা উপলক্ষে ১১ জুলাই (বৃহস্পতিবার) সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এবারের প্রতিপাদ্য ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’।