তথ্যবিবরণী :
দাকোপ এবং বটিয়াঘাটা উপজেলার সামাজিক বনায়ন এবং বিষমুক্ত সবজি উৎপাদন বিষয়ে কর্মশালা ০১ জুলাই (সোমবার) সন্ধ্যায় খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন, রূপসা সংস্থার আয়োজনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোঃ মোতাহার হোসেন, জাপান ওআইএসসিএর, কান্টিডিরেক্টর মোঃ নুরুল আলম, জাপানের প্রতিনিধি হিরোকিজিও এবং খুলার রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরোনময় মন্ডল। প্রবন্ধ উপস্থাপন করেন জেসমিন নাহার শ্রাবনী।
কর্মশালায় দাকোপ এবং বটিয়াঘাটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সামাজিক বনায়ন এবং কি ভাবে বিষমুক্ত সবজি উৎপাদন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, দাকোপ এবং বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়াম্যান এবং কৃষকবৃন্দ অংশগ্রহণ করেন।