অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
খুলনার উপকুলীয় জনপদ কয়রার ৫নং কয়রা গ্রামের লবণাক্ত জমিতে গম চাষের গবেষণা মাঠ পরিদর্শণ করেছেন অস্ট্রোলিয়ান কৃষি বিজ্ঞানী।
গত বুধবার (৬ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় তারা খুলনার কয়রায় সরেজমিনে গবেষণা বিভাগের সার্বিক তত্ববধানে গম চাষের জন্য গবেষণা মাঠ পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করে আগামীতে কৃষি ক্ষেত্রে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। তাদেরকে প্রথম বারের মতো এলাকায় পেয়ে স্থানীয় কৃষকরা বেজায় খুশিতে মেতে ওঠেন এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শণকালে উপস্থিত ছিলেন অস্ট্রোলিয়ান কৃষি বিজ্ঞানী প্রফেসর ড.উইলিয়াম এরিস্কীন, ড. রিচার্ড জেমস, ড. এরিক হাটনার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিএসও ড. শেখ মোস্তফা জামান. প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ, ড. আলতাফ হোসেন, এসএসও ড. ফারুক হোসেন, ড. মাহবুবুল আলম,এসও ড. মোস্তফা খান, মোস্তফা কামাল শাহাদাত,বাকৃবির প্রফেসর ড. তাজ উদ্দিন,উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান, কয়রা থানার এ এস আই সাইফুল ইসলাম প্রমুখ।
অস্ট্রোলিয়ান কৃষি বিজ্ঞানীরা ২৪ টি গমের লাইন পরিদর্শণ করে লবণাক্ততা সহনশীল নতুন গমের জাত উদ্ভাবন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাঠ পরিদর্শণের টিম লিডারের দায়িত্ব পালন করেন কয়রার কৃতি সন্তান সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ।