দাকোপ (খুলনা) প্রতিনিধি :
শনিবার বেলা ১১টায় দাকোপ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে খুলনার দাকোপে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (ফেজ-১) এর চুড়ান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম, বিশেষ অতিথির বক্তব্য করেন প্রকল্পের পিএমইউ ড. মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান। সভায় ডেপুটি টিমলিডার মশিউর রহমান সিএনআরএস প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন। উপকূলীয় অঞ্চলে মিষ্টি পানি সরবরাহ এবং কৃষি জমিতে একাধিক ফসল উৎপাদন, বাঁধ সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় আলোচনা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আক্তার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সুদেব রায়, মাসুম আলী ফকির, শিবসা পানি ব্যবস্থাপনা এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমান সানা ও স্বাধীনতার প্রত্যয় পানি ব্যবস্থাপনা এ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট হালদার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নে, সিএনআরএস এর সহযোগীতায় এবং বিশ^ ব্যাংকের অর্থায়নে উক্ত কর্মশালায় আরও অংশগ্রহণ করেন সিএনআরএস এর টিমলিডার মঞ্জুরুল আহসান সহ পানি ব্যবস্থাপনা এ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ।