পাপ্পু সাহা বাজুয়া, দাকোপ :
বিশ্ব খাদ্য কর্মসূচী’র (ডবি্লউএফপি) ও নবযাত্রা প্রকল্পের আর্থিক সহায়তায়, গ্রন্থনা ও পরিকল্পনায় এবং অদিতি’র নির্দেশনায় দাকোপ উপজেলার বাজুয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ও মাঠ মহড়া “সাগর পাড়ের গল্প” প্রদর্শিত হয়েছে।
মঙ্গলবার ২৩ এপ্রিল দাকোপের বাজুয়া ইউনিয়নের ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, বাজুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উৎপল দাস। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য রবীন্দ্র নাথ মোড়ল, কার্তিক মন্ডল, উত্তম মন্ডল, তন্দ্রা রায়, গীতা মন্ডল, বিউটি রায়, ইউপি সচিব ননী গোপাল মন্ডল, সুকুমার রায় প্রধান শিক্ষক বা:ইউ: উচ্চ বি:, অধেন্দু শেখর রায় প্রধান শিক্ষক বা: স: প্রা: বিদ্যালয়, তুষার রায়, মলয় গাইন, জন অশোক মন্ডল,যোষেফ রায়, নাইস বিশ্বাস, রুবিনা নাথ, কাঞ্চন বিশ্বাস, বিজলী বৈদ্য, কাজল রায়, মৌসুমি সাহা, বিশ্বজিত দে, রতিকান্ত রায়, নিমাই হালদার , এ জিএম আজাহারুল ইসলাম, পারভিন আক্তার, শফিকুল ইসলাম মিন্টু, আমিনুল ইসলাম, সকল গ্রাম পুলিশ সহ অনেকে।
পড়ন্ত বিকালে সহস্রাধিক নারী পুরুষ এ মাঠ মহড়া দেখেন। মাঠ মহড়ায় অদিতি’র নির্বাহী পরিচালক মনোজ মন্ডল এর রচনায় নাটক “সাগর পাড়ের গল্প” উপস্থাপন করেছেন- ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, গ্রাম উন্নয়ন কমিটি ও ইউনিয়ন পরিষদের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। নাটক প্রদর্শনীর মাধ্যমে নবযাত্রা প্রকল্পের আওতাধীন কর্ম এলাকায় স্থানীয় জনগোষ্ঠির মাঝে সহজ, সাবলীল এবং সংবেদনশীলভাবে দুর্যোগের আগে স্বাভাবিক পর্যায়, দুর্যোগের পূর্ব মুহুর্তে সতর্ককালীন পর্যায়, দুর্যোগের আঘাত ও দুর্যোগ চলাকালীন পর্যায় এবং দুর্যোগ পরবর্তী পর্যায় নানাবিধ করনীয় বিষয় তুলে ধরা হয়।
বিশ্ব খাদ্য কর্মসূচী : নবযাত্রা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। প্রদর্শনীর সমাপনী পর্বে বক্তারা “সাগর পাড়ের গল্প” নাটকের ভূয়সী প্রসংশা করে বলেন- সাইক্লোন বা ঘূর্ণীঝড় বিষয়ে সচেতনতামূলক এই মাঠ মহড়া / প্রদর্শনী বাংলাদেশের প্রতিটি উপকুলীয় এলাকার জনগনের সচেতনতা বৃদ্ধিতে শতভাগ ভূমিকা রাখবে। সবশেষে বক্তারা দুর্যোগ বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন থাকার জন্য জোর আহবান জানান।