অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
শনিবার ২ ফেব্রুয়ারী খুলনার কয়রায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে।
গত ২ ফেব্রয়ারী কয়রা উপজেলা প্রসাশনের আয়োজনে ও খাদ্য অধিদপ্তরের সহযোগীতায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে পূণরায় শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তফা হাবিবুল্যাহ, কয়রা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, ঘুগরাকাটি ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ নুরুন নবী সিদ্দিকী, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম ।