প্রেস বিজ্ঞপ্তি :
২৯ মে ২০১৯, ২৩ রমযান বুধবার সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, খুলনা’র উদ্যোগে কাইফিং রেস্টুরেন্টে পবিত্র মাহে রমযান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী আল-বেরুনি এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেখ ইমানুল হক ও সহ-সাহিত্য সম্পাদক উৎপল মণ্ডল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সোনালী ব্যাংক, খুলনা’র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন, কেসিসি প্যানেল মেয়র-২ আলী আকবর টিপু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সরদার ফরিদ আহমেদ, এফ এম মনিরুজ্জামান, বিভাস চন্দ্র হাওলাদার, মনোতোষ সরকার, বিধান চন্দ্র ভট্টাচার্য্য, এজিএম বিশ্বনাথ সোম, কার্যকরী কমিটির সদস্য, ব্যাংকের নির্বাহী ও সকল শাখা ব্যবস্থাপক এবং কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া পরিচালনা করেন জি এম অফিস, খুলনা’র এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা শেখ মাহমুদ উদ্দিন।