খবর বিজ্ঞপ্তি :
খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভপতি, খুলনা -১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের হুইপ, পঞ্চানন বিশ্বাসের সুস্থতা কামনায় গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে (বুধবার) দুপুর ১২ টায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদে দাকোপ বটিয়াঘাটার গনমানুষের প্রিয় নেতা, খুলনা -১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের হুইপ, পঞ্চানন বিশ্বাসের সুস্থতা কামনায় এক প্রার্থনা সভার আযোজন করা হয়।
গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ হাদি-উজ- জামান হাদীর সভাপতিত্বে প্রার্থনা সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ইউপি সদস্য/সদস্যা যথাক্রমে মোঃ মোশাররফ হোসেন, তুলসী দাস বিশ্বাস, দ্বীপ্তি রানী মল্লিক, নীহার রন্জন সরকার, হেমন্ত বিশ্বাস, মলিনা রায়, সমরেশ মন্ডল, মোঃ মনিরুল ইসলাম, স্বপন রায়, আঃ রাজ্জাক সেখ, উদয় শংকর রায়, ইউপি সচিব পংকজ সরকার, উদ্যাক্তা সুমন মন্ডল, মায়া রানী মন্ডল সমাজ সেবক, শিমুল গাজী, দিলিপ রায়, অশোক বিশ্বাস, চয়ন মন্ডল, জয়দেব রায় সহ দফাদার এবং মহল্লাদারবৃন্দ।