ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ
ডুমুরিয়া কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ (অবঃ) ও কলেজ গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য শিক্ষাবিদ কুমুদ রঞ্জন মন্ডলের আকর্ষিক মৃত্যতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলেজ গভর্ণিং বডি ও শিক্ষক নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন স্থানীয় সংসদ সদস্য ও গভর্ণিং বডির সাবেক সভাপতি শিক্ষাবিধ নারায়ন চন্দ্র চন্দ, বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম, কলেজের প্রতিষ্ঠাতা শ্রেনীর সদস্য মোঃ ফরহাদ হোসেন মোড়ল, আজীবন দাতা শ্রেনীর সদস্য সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল, শিক্ষানুরাগী সদস্য প্রফেসর ড. হাফিজুর রহমান ও ড. মাহবুর রহমান গাজী, শিক্ষক প্রতিনিধি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, অধ্যাপক শিশির কুমার সিংহ, মোঃ নুরুল ইসলাম খান ও তানজিরা আক্তার, অভিভাবক সদস্য খান আনিচুজ্জামান, খান মহিদুল ইসলাম ও আবু বক্কার ফকির। এছাড়া কলেজ শিক্ষকদের মধ্যে অধ্যা: অপরাজিতা মল্লিক, এস,এম ছাইফুল্লাহ, ড. ফেরদৌস খান, মঞ্জুরুল হক, অনিন্দ্য সুন্দর মন্ডল, সত্য রঞ্জন বারুরী, নারায়ন চন্দ্র মন্ডল, শহীদুজ্জামান গাজী, জি, এম আছাবুর রহমান, মাগফুরা খাতুন, জয়ন্ত কুমার মিত্র, সুলগ্না বসু,চন্দনা বিশ্বাস, এস, এম হাফিজুর রহমান, চন্ডী দাস কুন্ডু, শেখ সানাউল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, শিক্ষাবিদ কুমুদ রঞ্জন মন্ডল গত সোমবার দুপুরে হঠাৎ বুকের ব্যথা অনুভব করায় পরিবারের লোকজন তাঁকে খুলনা নগরীর একটি বে-সরকারি ক্লিনিকে ভর্তি করে।সেখানে চিকিৎসারত অবস্হায় মঙ্গলবার ভোর রাতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।