শোক বিবৃতি :
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ডুমুরিয়া শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফারহানা ইয়াসমিন শাওন ১৯ মে রবিবার বেলা ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তাঁর এই অকাল মৃত্যুতে শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনার সভাপতি প্রফসর সাধন ঘোষ, সহ-সভপাতি এড. মিনা মিজানুর রহমান, ভারতী ঘোষ, অধ্যাপিকা অশোকা দত্ত, নন্দা দেবী, অধ্যাপক শঙ্কর মল্লিক, সাধারণ সম্পাদক শাহিন আবেদীন, জেসমিন জামান, সাব্বির কাদির, গোপাল মসিদ, অধ্যাপিকা রমা রহমান, শেফালি শর্মা, নাঈমা হক বুলা, সৈয়দা সামিয়া সানম, মিতা জামান, শুভ্রা সিনহা, মনশ্রী অঞ্জলি রানী পোদ্দার, অশোক কুমার পোদ্দার প্রমুখ।