নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে ২৫ মে (শনিবার) সন্ধ্যায় খুলনা হোটেল সিটি ইন-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ইফতার মাহফিলে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনার ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি মোঃ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি মোঃ নজরুল ইসলাম মঞ্জু, প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, সংগঠনটির মহাসচিব শেখ আশরাফুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় পত্রিকার সম্পাদক, মুক্তিযোদ্ধা, আইনজীবী, চিকিৎসক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।