বিজ্ঞপ্তি :
রংপুর নন্দনকানন শিউলি সংঘ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রংপুর নন্দনকানন সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে ২০তম বাসন্তীপূজার দশমীর পরদিন ১৫ এপ্রিল সোমবার সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়।
সমগ্র অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১২নং রংপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি বাবু রামপ্রসাদ জোদ্দার এবং আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ জনাব কাজী রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি পরেশ বাড়ই এবং পারিচালনা করেন সাধারণ সম্পাদক অজয় বাড়ই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খুলনা ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক জনাব শেখ জামিল আক্তার লেনিন। আলোকিত অতিথি ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি, খুলনা নাগরিক আন্দোলনের যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার স্বপন কুমার মণ্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রাসেল শেখ, আব্দুল্লাহ আল মামুন, ইউসুফ শেখ, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা নির্মল কান্তি জোদ্দার, সদস্য সচিব রথীন বাড়ইসহ পূজা কমিটির সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দ। উল্লেখ্য পূজা প্রারম্ভে ১১ এপ্রিল ভাগবত আলোচনা ও ভক্তিগীতাঞ্জলি, ১২ এপ্রিল ড. সন্দীপক মল্লিকের উপস্থাপনায় এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাবু রবীন্দ্রনাথ মল্লিকের সঞ্চালনায় সাংস্কৃতিক বিচিত্রা, ১৩ এপ্রিল কনসার্ট এবং ১৪ এপ্রিল বাসন্তী মেলা ও রাত্রে ধর্মীয় যাত্রাপালা লক্ষ্মী-নারায়ণ অনুষ্ঠিত।