ওবায়দুল কবির(সম্রাট):
খুলনা জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক ,সাবেক খুলনা ০৪ সংসদ সদস্য ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার স্ত্রী খোদেজা রশিদী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ৬ কয়রা – পাইকগাছা আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। এমপি বাবু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত প্রয়াত সাবেক এমপি মোস্তফা রশিদী সুজার স্ত্রী বাংলাদেশ সময় সোমবার ১৭ জুন সকাল ৮:৩০মিনিটে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০বছর।
তিনি স্থানীয় দৈনিক পাঠকের পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে ২০১৮ সালের ২৬ জুলাই, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় সিংগাপুরের অর্চিডে অবস্থিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যু হয়।
এমপি সুজা ১৯৫৩ সালের ২ মার্চ বাগেরহাটের ফকিরহাটে জন্মগ্রহণ করেন। খুলনা-৪ আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ৯৬-থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন। তিনি তিনবার খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া একবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।