খবর বিজ্ঞপ্তি :
দৈনিক পাঠকের পত্রিকার নির্বাহী সম্পাদক, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ প্রয়াত এস এম মোস্তফা রশিদী সুজার স্ত্রী এবং দৈনিক পাঠকের পত্রিকার সম্পাদক ও প্রকাশ, খুলনা জেলা পরিষদের সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্নের মাতা খোদেজা রশিদী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
১৭ জুন সোমবার সকাল সোয়া ৮টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খোদেজা রশিদী‘র মরদেহ আজ সকাল সাড়ে ৭টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছাবে বলে আশা করা হচ্ছে। বিকালে খুলনায় পৌছাবে তার লাশ।
এছাড়াও আজ বাদ এশা খুলনা আলিয়া মাদ্রাসায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে দৈনিক পাঠকের পত্রিকা পরিবার।