নিজস্ব প্রতিবেদক :
খুলনার দাকোপের চালনা বৌমার গাছতলায় পূরাতন গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ৫ জুলাই(শুক্রবার) সকাল ১১ টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
উপজেলা ঐক্য পরিষদের আহবায়ক বিনয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে সদস্য সচীব পঞ্চানন কুমার মণ্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, খুলনা জেলা ঐক্য পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক গৌরপদ বাছাড়, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রাণী সরদার, রনজিত কুমার মণ্ডল, সনৎ কুমার বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, মদন মোহন রায়, অধ্যাপক দুলল রায়, ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কানাই মণ্ডল, ঐক্য পরিষদ নেতা হিমাংশু সরকার, অধ্যাপক সুপদ রায়, গোবিন্দ বিশ্বাস, বিনয় কৃষ্ণ সরদার, অবণী মোহন রায়, কমলেশ গোলদার, কণিকা গোলদার, লিপিকা বৈরাগী, কুমারেশ বিশ্বাস, অরূণ সুকৃতি রায়, দেবাশীষ ঢালী, সুধা রাণী হালদার, স্বপন রায়, সুরেশ চন্দ্র সরদার, ননী গোপাল মাঝি, সঞ্জয় মণ্ডল, প্রশান্ত গোলদার, হিমাংশু রায়, বিশ্বজিত মণ্ডল, বিলাশ রায়, তাপস রায়, শ্যামল রায়, নীহার রঞ্জন সরকার, যোয়াকিম খোকন সরকার, সবুজ রায়, স্বপন বর্মণ, অসীম রায়, নিতাই বাছাড়, নিতাই মণ্ডল, নগেন্দ্রনাথ গাইন প্রমূখ।
সভায় দাকোপ উপজেলার সকল ইউনিয়ন ও পৌর কমিটির সম্মেলন করার পর উপজেলা কার্যকরী কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত গৃহিত হয়।