পাপ্পু সাহা বাজুয়া,দাকোপ :
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের নির্বাচিত প্যানেল চেয়াম্যান উৎপল দাসের মাতা শ্রীমতি বিমলা দাস (৫৫) বার্ধক্য জনিত কারনে শনিবার ২৭ এপ্রিল সন্ধ্যা ৭.৩০ মিঃ পরোলক গমন করেছেন।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৬ কন্যা রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য ও মোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জনপ্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক সহ এলাকার সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা প্যানেল-চেয়ারম্যানের বাড়িতে ভিড় জমায়।
আগামীকাল রবিবার সকালে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে বলে মৃতের পারিবারিক সুত্রে জানা যায়।